জীবনে সমস্যা তো থাকবেই
         নয়নে কান্নারা তো নামবেই,  
জীবনে ব্যর্থতা তো থাকবেই
        হৃদয়ে হতাশারা জাগবেই ।
তবু জীবনেরই এই পথে
     এগিয়ে হবে যে যেতে
           মনটাকে শক্ত করে
               সব কিছু সরিয়ে দূরে
                         ও বন্ধু .........।।


যে তরী ভেসে গেছে অন্য ঠিকানাতে
সে তরী যদি নাই ফেরে এ জীবন কিনারাতে,  
দ্বন্দ্ব করো না কভু নিজেই নিজেরই সাথে
ভেসো না কভু নিঃসঙ্গতার কালো স্রোতে ।
মনেতে কষ্টেরই মেঘ তো থাকবেই
প্রাণে অস্থিরতার জটতো লাগবেই  
তবু জীবনেরই এই পথে
     এগিয়ে হবে যে যেতে
           মনটাকে শক্ত করে
               সব কিছু সরিয়ে দূরে
                         ও বন্ধু .........।।


ক্লান্তি অবসাদেরই অধ্যায় পেছনে ফেলে  
খুঁজে নাও সুখ দুচোখে নতুন আলো জ্বেলে,  
ভালোবাসার রঙে মনটাকে রাঙিয়ে তুলে
করে দাও অন্যকে ক্ষমা শুধুই আপন বলে ।
বুকেতে অসঙ্গতি তো থাকবেই
দুঃখের স্মৃতিরা কষ্ট তো দেবেই
তবু জীবনেরই এই পথে
     এগিয়ে হবে যে যেতে
           মনটাকে শক্ত করে
               সব কিছু সরিয়ে দূরে
                         ও বন্ধু .........।।
            
          ******