নিঝুম দুপুর চিলেকোঠা ঘর
কবিতার খাতায় প্রেমের শহর  
            আজও মন শুধু তোকেই আঁকে,
খোলা জানালা দক্ষিণ হাওয়া
ঝরা পাতায় স্মৃতিদেরই ছোঁয়া
           আজও প্রাণ শুধু তোকেই ডাকে।  
জমানো অভিমান যত ব্যবধান
ঘুচিয়ে ফেলে আয় না রে চলে
             তুই এ জীবন পথেরই বাঁকে...
ভালোবাসি ভালোবাসি ও বন্ধু
              আমি যে শুধুই তোকে,
ভালোবাসি ভালোবাসি ও বন্ধু
              আমি যে শুধুই তোকে ...।।


প্রজাপতির ডানা রোদেরই ঘুম
পাখিদের গান বসন্ত মরশুম
          আজও দু'চোখ শুধু তোকেই খোঁজে ,
ভেজা ভেজা পলি নদীরই পাড়
হেলানো কৃষ্ণচূড়া প্রথম অভিসার
         আজও জমানো কথা বুকেরই ভাঁজে।  
বড়ই কঠিন এক একটা দিন
বেঁচে থাকা এভাবে তুই হীন
          ব্যথা জড়ানো এ সময়ের পাকে ...
ভালোবাসি ভালোবাসি ও বন্ধু
              আমি যে শুধুই তোকে,
ভালোবাসি ভালোবাসি ও বন্ধু
              আমি যে শুধুই তোকে ...।।


ধুলো জমা বই অসমাপ্ত চিঠি
রঙিন কলম গ্রীষ্মের ছুটি  
           আজও প্রাণে তুলে যায় ধুধু ঝড়,  
সবুজ প্রান্তর ছেঁড়া ছেঁড়া মেঘ  
ফসলে জড়ানো সুপ্ত আবেগ
           আজও বাঁধতে চায় সুখেরই ঘর।
ভেঙে ফেলে না দ্বিধারই পাহাড়
বাড়িয়ে ধর না হাতটা আমার
          আবার আগেরই মত দিনের ফাঁকে...
ভালোবাসি ভালোবাসি ও বন্ধু
              আমি যে শুধুই তোকে,
ভালোবাসি ভালোবাসি ও বন্ধু
              আমি যে শুধুই তোকে ...।।


                *********