আজ খুবই একলা হয়ে গেছি
হারিয়ে ফেলেছি চেনা বন্ধু সুজন,
চোখের জলে স্মৃতির নৌকা ভাসে
আঁধারে ঢেকেছে সাজানো জীবন।


আজ খুবই মেঘলা হয়ে গেছি
ভেঙে ফেলেছি বুকের স্বপন,
ভালোবাসার মতো ভালোবাসা নেই
কষ্টেরা পাশে বসে সারাক্ষণ।


আজ খুবই সুরহীন হয়ে গেছি
ভুলে গিয়েছি বাঁচার মানে,
পলে পলে অস্বস্তি বোধের ঝড়
এসে আছড়ে পড়ে প্রাণে।


আজ খুবই রঙহীন হয়ে গেছি
চারিদিকে দেখি ধু ধু বালুচর,  
যন্ত্রণার রোদে পুড়ে পুড়ে তবু
দিন গুনি আসবে রঙিন প্রহর।


          ******