ও বুকেতেই খুশির পাহাড় আছে
          আছে নানান সুখ ,
তুমি চাইলেই জড়িয়ে ধরবো বরফ হয়ে
           যে যাই বলুক।


ও চোখেতেই মনচোরা আকাশ আছে
           আছে স্বপ্ন তারা,
তুমি চাইলেই মেলে দেবো দু'ডানা
           হবো ঘর ছাড়া।


ও হাতেই প্রেমের ফাগুন আছে
          আছে মিলনের সুর,  
তুমি চাইলেই গড়বো সম্পর্কের সেতু
         হবো মিঠে রোদ্দুর।


ও মুখেতেই জীবনের পরিপূর্ণতা আছে
         আছে পূর্ণিমা হাসি,  
তুমি চাইলেই নদী হবো; করবো
       ভালোবাসায় বানভাসি।


ও মনেতেই আশার বাগান আছে
        আছে কামনার ঝড়,
তুমি চাইলেই প্রেম আদরে নতুন করে
         বাঁধবো সুখের ঘর।    


                *******