সঙ্ঘবদ্ধ কিছু ভাবনার গাছ লাগাতে লাগাতে
এ মনটাও এক সময় ক্লান্ত হয়ে ওঠে ।
সেও জল খোঁজে  
ক্লান্তি মোছার জল
অবসন্ন শরীর ধোয়ার জল
নতুন করে জেগে ওঠার প্রেরণা জল।  

প্রিয় মেঘের কাছ থেকে সান্ত্বনা রূপে
সে জল আসেও প্রায়;  
সে জলের স্পর্শে
মন তার কাজ করে চলেও নিত্যদিন।


কিন্তু আজকাল মেঘের ঠিকানা অন্য আকাশে
অন্য কোনও মন ভূমিতে ঢালছে তার খুশির ধারা।  


আর এ মন রুক্ষতায় উসকো খুসকো হয়ে
  অপলকে তাকিয়ে অপেক্ষা করে
              শুধু বৃষ্টির শুধু বৃষ্টির ......