সবাই যদি একলা করে দেয় কখনো
         তোমায় ভুল ভেবে,
            ভেবো না!
প্রকৃতি তোমায় দু হাত বাড়িয়ে আপন করবেই করবে।  


সবাই যদি আলো নিভিয়ে দেয় কখনো
           তোমার চারিপাশে,
              ভেবো না !
তারারা তোমার জন্য জেগে থাকবেই থাকবে আকাশে।


সবাই যদি সব সুর কেড়ে  নেয় কখনো
         তোমার অন্তর থেকে ,
             ভেবো না !
সে সুর আবার জাগবেই জাগবে সাগর-নদীকে দেখে।


সবাই যদি তোমায় মিথ্যে অভিযোগের রঙে
           কখনো দেয় রাঙিয়ে,
              ভেবো না !
ফুল গুলো তার পাপড়ি হাত রাখবেই রাখবে বাড়িয়ে।


সকলে যদি তোমার শেষ আকুতির কথা
            কখনো না শোনে,
              ভেবো না !
মাঝ রাতে চাঁদ তোমার কথা শুনবেই শুনবে এক মনে।


কারণ তুমি যে চাঁদ-তারা নদী-সাগর ফুল -
          প্রকৃতিকে ভীষণ ভালোবাসো,
তুমি সে হাজার কষ্টে থেকেও প্রকৃতি সুখে
            মন প্রাণ খুলে হাসো।  


                       ******