চোখের কাঁচে আজ জমেছে শিশির
বুকের মাঝে অচেনা অনুভব,  
চারিপাশ জুড়ে নীরবতার অরণ্য  
মন শহরে স্মৃতিরই উৎসব।


             ২
অনেকটা পথ পেরিয়ে এলো
কিছু বলতে নতুন আলোর দূত ,
ঘাসের বুকে থাকা শিশির কণা
মিশলো মাটিতে পেলো না ফুরসুত।


          ৩
যতই মেঘ জমুক নীল আকাশে
রোদ্দুর গড়িয়ে পড়বে ঠিকই মাটির পানে,
যতই বিষণ্ণতা জমুক দক্ষিণা বাতাসে
ফুল হাসবে আবার ঠিকই ভ্রমরের গানে গানে।


           ৪


তুমি এসো আমার সুখের বাতাস ধোয়া মন জানালায়
তুমি বসো আমার দু'হাত মেলা প্রেম কবিতায়
তোমায় রাঙাবো আজ ফাগুন রঙে
নতুন প্রেমেরই উজ্জ্বলতায় ।


                *******