যার মিষ্টি মুখখানি পূর্ণিমার চাঁদেরই মতো উজ্জ্বল  
যার দুটি চোখ চাহনি ছোট্ট পাখিদেরই মতো চঞ্চল
সে তো আমারই 'সবুজ মেয়ে'
              যে স্পর্শ করেছে এ হৃদয়েরই অতল।
  
যার দুটি ঠোঁট প্রস্ফুটিত গোলাপেরই লাল পাপড়ি
যার আলতো হাসি মনের অন্দরে ছড়ায় কোজাগরী  
সে তো আমারই 'সবুজ মেয়ে'
            যে এ মনটারে করেছে এক নিমেষে চুরি।


যার সুরেলা কথায় ঝরে পড়ে বুকে প্রেমেরই বসন্ত  
যার অল্প ছোঁয়ায়  পাড়ি দেয় ইচ্ছেরা  দূর-দিগন্ত  
সে তো আমারই 'সবুজ মেয়ে'
         যে করেছে আজ আমায় নতুন করে জীবন্ত।


যার চলারই ছন্দময়তায় জাগে ভালোবাসারই সুর  
যার নীরব ইশারায় লুকানো গোপন সুখের রোদ্দুর  
সে তো আমারই 'সবুজ মেয়ে'
           যে করেছে এ মনেরই সব দুঃখ কষ্ট দূর।


যার হাতে হাত রেখে পাড়ি দেওয়া যায় গোটা জীবন
যার নির্ভরতায় সত্যি করে তোলা যায় বুকেরই স্বপন
সে তো আমারই 'সবুজ মেয়ে'
           যাকে শুধুই ভালোবাসি আমি ভীষণ ভীষণ।


                        *******