এতোদিন জানতাম আমার এ শুষ্ক মরু হৃদয় মাটিতে
সব খুশিরই বীজ শুকিয়ে যায় বিপন্নতার রোদে অকালে;
কষ্টের হাওয়ায় ঝরে নষ্ট হয়ে যায় অপরিপক্বতায়।


কিন্তু জানিনা কবে কোন মুহূর্তের হাওয়া উড়ে এসে
পড়ে ছিলো এ মরু হৃদয়েতে তোমাকে দেখারই  
এক টুকরো ভালোলাগার বীজ সবুজ মেয়ে।
হয়তো সেদিন থেকেই !  
হয়তো সেদিন থেকেই বুঝিনি সে বীজ
কবে কবে মনের মাটি আঁকড়ে
বিস্তার করেছে ভালোবাসার শিকড়,  
বেড়ে উঠেছে স্বপ্ন স্পর্শতার প্রেরণা জলে,  
ধীরে ধীরে মেলে ধরেছে নতুন সুখেরই সবুজ পাতা।

আর আজ আমি সে প্রেমেরই সবুজ গাছ থেকে
সম্মোহনে প্রাণ ভরে সুখেরই শ্বাস নিয়ে বেঁচে আছি;  
তুমি জানো কি সবুজ মেয়ে!


                 *******