নিয়ন আলোয় প্রথম যেদিন দেখেছিলাম তারই মিষ্টি মুখ,
সেদিন থেকেই এ বুকে বেঁধেছে জানিনা কিসেরই অসুখ।  
                 ছড়িয়েছে সারাক্ষণ
                 কিসেরই সংক্রমণ
  স্থিরতা নেই একটুও; বেখেয়ালি মন হয়েছে উৎসুক।  


পথেরই ধারে প্রথম যেদিন বলেছিলাম তারই সাথে কথা,
সেদিন থেকেই এ প্রাণে জানিনা কিসেরই এতো আকুলতা।
                  ঘুম উড়েছে দু'চোখে
                  প্রতিটি পলকে পলকে
  সেই শুধুই জড়িয়ে থাকে; বেড়েছে স্বপ্নেরই ব্যস্ততা।


নদীরই পাড়ে প্রথম যেদিন ছুঁয়েছিলাম তারই হাতের আঙুল,
সেদিন থেকেই এ মন জানিনা কিসেরই নেশায় এতো বাতুল।
                    অনুভবে অনুধাবনে
                    নীল স্বপ্নে-জাগরণে                    
   রয়েছি তারই অন্বেষণে; ফুটিয়ে প্রাণে আশারই ফুল।


সিক্ত শ্রাবণে প্রথম যেদিন হেঁটেছিলাম তারই সাথে পথ,
সেদিন থেকেই এ জীবন করেছে জানিনা কিসেরই শপথ।
                    উষ্ণ সুখেরই আদরে
                     চাই যে আপন করে  
   রাখতে তাকেই মনের ঘরে; আসন্ন আগামী ভবিষ্যৎ ।
  


                           ********