এক সকালে যেদিন প্রথম বাড়িয়ে ছিলাম তারই দিকে এ হাত,
সে সব দ্বিধা-বোধ দূরে রেখে হাত বাড়িয়ে বলেছিলো 'সুপ্রভাত।'  
              সেদিন থেকেই হয়তো বুঝি
                 সকাল এতো সুন্দর  
                    এতো মিষ্টি
     হয়েই নতুনত্বতায় ধরা দেয় আমারই কাছে ।


এক মেঘলা বিকেলে যেদিন প্রথম চেয়েছিলাম তাকেই এ মনে,    
সে সব নিয়মের ব্যাকরণ ভুলে ঝরেছিলো বৃষ্টি হয়ে ক্ষণেক্ষণে।  
               সেদিন থেকেই হয়তো বুঝি
                   বৃষ্টি এতো সুন্দর
                     এতো মিষ্টি
      হয়েই সুখ ঢালে আমারই বুকের আনাচে-কানাচে।  


এক পূর্ণিমা রাতে যেদিন প্রথম লিখেছিলাম তারই জন্য কবিতা,
সে সে কবিতাটি পড়ে বলেছিলো 'এতো আমার মনেরই কথা।'  
               সেদিন থেকেই হয়তো বুঝি  
                  কবিতা এতো সুন্দর
                      এতো মিষ্টি
    হয়েই ছুঁয়ে যায় বিমুগ্ধতায় আমারই হৃদয় মাঝে।


এক ফাগুন বেলায় যেদিন প্রথম বেঁধেছিলাম তারই জন্য সুর,
সে সেই সুরেই তার আলতা রাঙা পায়ে বাজিয়েছিলো নূপুর।
               সেদিন থেকেই হয়তো বুঝি।
                   ফাগুন এতো সুন্দর
                       এতো মিষ্টি
     রঙ ছড়ায় আমারই জীবন পাতার ভাঁজে ভাঁজে।



                   ************