এ বুকের বাম দিকে আজ যে কষ্টটা হয় তার নাম তুই
এ চোখের দুই দিকে আজ যে নদীটা বয় তার নামও তুই,
     দিন দুপুরে তোর দেওয়া যন্ত্রণায় পুড়ে পুড়ে
জানিনা কেনো তবুও  সারাক্ষণ তোকেই ভাবছি  শুধুই।


এ মনের মাঝে আজ যে ব্যথার ঝড় উঠে তার নাম তুই  
এ জীবনের চারিপাশে আজ যে রাত নামে তার নামও তুই
        বোতাম খোলা জানালায় দৃষ্টি চলে যায়
জানিনা কেনো তবুও ইচ্ছে করে তোকেই একটিবার ছুঁই।


এ প্রাণেরই ঘরে আজ যে আগুন জ্বলে তার নাম তুই
এ হৃদয় চরাচরে আজ যে মরুভূমি জাগে তার নামও তুই  
       তোরই অপেক্ষা করে নদীর পাড়ে অভিসারে
জানিনা কেনো তবুও পাপড়ি মেলতে চায় নতুন আশার জুঁই।


এ পাঁজরে পাঁজরে আজ যে এত ক্ষয় তার নাম তুই
এ অন্তরে আজ যে এতো অস্বস্তি বোধ হয় তার নামও তুই।
      তোরই ছবি সামনে রেখে নৈঃশব্দ্যে ডুবে থেকে  
জানিনা কেনো তবুও তোকেই এখনো স্বপ্ন শিশিরে ধুই।  


                         **********