** আমার ৩০০তম কবিতার পাতায় আপনাকে স্বাগতম**
________________________________


নিরীহদের লাল রক্তে ভিজছে নিচে মাটিরই দেওয়াল,
হৃদয়ে আঁধারের আতঙ্ক নিয়ে কাটছে সকাল বিকাল।
                        তবুও
    দেশের মাথারা গাড়ির কালো কাঁচ নামিয়ে  
বলছে-'ও কিছু না! স্বাভাবিক আছে দেশের হালচাল।'


জিয়ন্ত মানুষ পোড়া গন্ধে ভরছে নীল আকাশ বাতাস,
হুমকিরই ঈগল এসে কাঁপাচ্ছে প্রতিটি নিশ্বাস-প্রশ্বাস।
                       তবুও
    দেশের মাথারা ঠাণ্ডা ঘরের নরম গদিতে বসে  
করছে নিজেদেরই মতন নানান রঙিন ঠাট্টা পরিহাস।  


ভুখা পেটে মরছে ঠোঙায় হাত বন্দী ধুলোমাখা জীবন,
সন্ত্রাসের বোমায় ঝরছে স্বজন হারানো কান্নার প্লাবন।
                     তবুও
  দেশের মাথারা উদাসীনতার পাশবালিশ জড়িয়ে
বিলাসিতার জাজিম বিছানায় ডুবে রয়েছে সারাক্ষণ।  


গলির মোড়ে সবুজ শরীরে বসছে দাঁত নখের আঁচড়,  
শীৎকার শুনছে আধো আলোয় পোড়া রাতেরই শহর।  
                      তবুও
     দেশের মাথারা হাই তুলতে তুলতে বলছে
প্রশাসনিকদের কাছে  নেই এ রকম খুব বেশী খবর।  


কাজ চাই কাজ চাই করে স্লোগান তুলছে বেকার যুবক,
অন্ন চাই অন্ন চাই করে কাঁদছে পথেরই ক্ষুধার্ত বালক।
                     তবুও
   দেশের মাথারা মসগুল নিজেরই পকেট ভরাতে
নড়ছেনা সাধারণ মানুষেরই প্রতি তাদের একটুও টনক।


         *********************