অপরাজিতা রঙে যেদিন প্রথম রেঙেছিলে তুমি !
জানিনা কেনো তোমায় দেখে খুশিরই বৃষ্টিতে
ভিজে ছিলো সেদিনই আমার এ মনেরই মরুভূমি।


পূর্ণেন্দু হাসিতে যেদিন প্রথম হেসেছিলে তুমি!
জানিনা কেনো এ বুকেরই সায়রে উঠে ছিলো
আবেগী সুরে সেদিনই রঙিন প্রেমেরই সুনামি।


ফড়িং দৃষ্টিতে যেদিন প্রথম তাকিয়ে ছিলে তুমি!
জানিনা কেনো এ মন প্রাণ জুড়ে বেড়েছিলো
তোমাকেই কাছেতে পাওয়ারই ইচ্ছেদের দুষ্টুমি।


স্বাগতা ছন্দে যেদিন প্রথম কাছে এসেছিলে তুমি
জানিনা কেনো হৃদয় ক্যানভাসে রাঙা স্বপ্নেরই
রঙ টেনেছিলো সেদিনই ফাগুন সুখেরই মৌসুমি।

আজ মাছের চোখেরই মতো নীরবতা রেখে তুমি
যখন শূন্য করে চলেই গেলে ভেজাতে অন্যের ভূমি,  
ব্যথার বিকাল বুকে আমি ধীরে ধীরে হচ্ছি অস্তগামী।


               *******