আজই আমি নীরব দুপুর হয়েছি
পুড়ছি তারই যন্ত্রণার রোদে খুব,
যে মেয়েটি অন্যের হাতটি ধরে  
দেখালো আজ তার আসল রূপ।


আজই আমি সজল মেঘ হয়েছি  
কাঁদছি তারই জন্য হয়ে নিশ্চুপ,
যে মেয়েটি বুঝলো না ভালোবাসা  
খুঁজলো না খাঁটি প্রেমের স্বরূপ।


আজই আমি পানকৌড়ি হয়েছি
দিচ্ছি তারই স্মৃতির মাঝে ডুব,  
যে মেয়েটি করে ছিলো আলো
মনেরই উত্তর-দক্ষিণ পশ্চিম-পূব।


আজই আমি তীরহারা তরী হয়েছি
চারিপাশে আঁধারের অতল অম্বুপ,
যে মেয়েটি দেখিয়ে ছিলো স্বপ্ন
সেই নেভালো আশার প্রদীপ ধূপ।


            ******