প্রথম আলাপে  
       একটা গোলাপে
           যারই সাথে হলো পরিচয়,
একটু প্রলাপে
       দিলাম যে সঁপে
           আজ তাকেই এই হৃদয়।


তারই উষ্ণ ছোঁয়ায়
      মোহিনী মায়ায়
        আজ আবেগে'রা পেলো প্রশ্রয়,
মনের ইচ্ছে গুলো
      রঙেতে রঙিন হলো  
        ভাঙলো সীমাবদ্ধতারই বলয়।


জানিনা এভাবেই কী ভালোবাসা হয়,
জানিনা লোকে একেই কী প্রেম কয়।


মন সীমানায়  
      নানা কল্পনায়
          সেই তো শুধুই জড়িয়ে রয়,  
বুকেরই মাঝে
    সারাক্ষণ সে যে
           করে অনুভূতিরই বিনিময়।


চোখের পাতায়
    স্বপ্ন'কে সাজায়
            মন, বাতায়নে দৃষ্টি তন্ময়,  
প্রাণের অন্দরে
    তারই ছন্দ সুরে
            হয় আপার খুশিরই সঞ্চয়।


জানিনা এভাবেই কী ভালোবাসা হয়,
জানিনা লোকে একেই কী প্রেম কয়।


সোনালী রোদ্দুরে
      চারিপাশ জুড়ে
           আজ বয়ে মিলনের মলয়,
বুকে বেপরোয়া
      চাওয়া পাওয়া
           খুঁজে নেয় থাকারই আশ্রয়।


মন ক্যানভাসে
     সুখের আভাসে
             সে জেনো হয়ে ওঠে অদ্বয়,
নিঃশ্বাসে প্রশ্বাসে
   থাকে যে সে মিশে
    তাকে ভেবেই কাটে কতো না সময়।


জানিনা এভাবেই কী ভালোবাসা হয়,
জানিনা লোকে একেই কী প্রেম কয়।  
                
               ******