.         তোরই মতন  
এ চোখেও আজ নোনা জল
         এ বুকেও  ঝড় ,
নিয়তির নীল ব্যথার অনল  
        পোড়ায় অন্তর।


         তোরই মতন  
এ মনেও আজ স্বপ্ন'রা হারায়
        এ প্রাণেও কষ্ট,  
সবুজ প্রীতির স্মৃতির পাতায়
       সবই হয় স্পষ্ট।


        তোরই মতন
এ হৃদয়েও হতাশারই সুর
      এ বুকেও বিষণ্ণতা,
নৈঃশব্দ্যকে সঙ্গী করে লিখছি
     একাকীত্বের কবিতা।


       তোরই মতন          
এ হাতেও আজ ভরসা খুঁজি
       এ পথেও রাত ,
তোর সাথে আর হবে না বুঝি
    একটুও সাক্ষাৎ ।


         ****