.     যদি ইচ্ছে করে
আবার এক পা দু পা করে
      এসে হেঁটো
তুমি এ মনেরই  উঠানে,
একটু একটু করে ফুলের মত
       এসে ফোটো
তুমি এ হৃদয়েরই বাগানে।

      যদি ইচ্ছে করে
আবার পাখি হয়ে ধীরে ধীরে
       ডানা মেলো
তুমি এ বুকের নীল আকাশে,
তরী হয়ে প্রাণেরই সাগরে
      ভেসে চলো
রঙিন অনুভবের উচ্ছ্বাসে।


       যদি ইচ্ছে করে
আবার মেঘলা এ একলা দুপুরে
        এসো ফিরে
তুমি এ দুটি চোখের কিনারে,  
খুশিরই উষ্ণতা উজাড় করে
         দাও ভরে
হাত রেখে এ হাতেরই উপরে।


        যদি ইচ্ছে করে
মনের সব জমাট মান অভিমান
        মুছে ফেলে
কথা বলো এ প্রাণেরই সাথে,  
আবার মুখরতারই নূপুরে
        ছন্দ তোলো
এ জীবনের রঙিন পথে পথে।


আমি আছি তোমারই অপেক্ষায়
ভাসতে আবারও  ভালোবাসায়।


        *****