মনের সাদা পাতায় একদিন তুমিই  
শিখিয়ে ছিলে কিছু বর্ণালি রঙ ঢালতে;
তুমিই শিখিয়ে ছিলে সে রঙে কিভাবে
হয় প্রেমের কবিতা লিখতে।  
কিভাবে আঁকতে হয় গড়তে হয়
ভালোবাসার শহর ,
স্বপ্নের ইমারত,
পাশ দিয়ে বয়ে চলা সুখের নদী,বন্দর,
ভরসার সাম্পান, সম্পর্কের সেতু, পথের বাঁক;  
আর ফুটিয়ে তুলতে ঊষসী আলোর দিকে
ডানা মেলে চলা কিছু  ইচ্ছে পাখির ঝাঁক ।  


তবে আজ কোন অপরাধে? কেনো তুমি
দগদগে নীল ব্যথা দিয়ে একা ফেলে
দূরে গিয়ে; সে সব রঙ ধুইয়ে দিতে চাও  
আমারই কান্নার জলে ।


                 ****