সে
আর
আগের
মতো ভালো
কথা   বলেনা,
সে আর মেঘের
মতো  খুশির বৃষ্টি
ঢালেনা, সে যে এখন
শুধুই   অভিমান  করে
দূরে থাকে একলা নীরবে।
সে আর এলো হাওয়ার মতো
জুড়িয়ে দেয়না ব্যথা ভরা বুক;
বলেনা  বসন্ত   রঙে মন রাঙুক।
সে শুধুই এ সময়ের  প্রতিটি পর্বে
দুটি চোখ  ভেজায় যন্ত্রণার উৎসবে।  
                      
            *****