.          ও সবুজ মেয়ে
শীতের কুমারী রোদ্দুরের মতো আজ চাই  
তুমিও করাও আমায় উষ্ণতায় স্নান,
আমি সে উষ্ণতার স্পর্শে ভিজিয়ে নেবো  
খুশিতে আমারই মন প্রাণ ।  


            ও সবুজ মেয়ে
ভোরের রাঙা আকাশের মতো আজ চাই
তুমিও করো আমায় উড়ার আহ্বান,  
আমি পাখি হয়ে মেলে দেবো দু'ডানা
গাইবো সুখে প্রেমেরই গান।


          ও সবুজ মেয়ে
নীল সাগরেরই ঢেউয়ের মতো আজ চাই  
তুমিও দেখাও আমায় মোহনার টান,
আমি পাহাড়ি নদী হয়ে বয়েই যাবো
বুকে নিয়ে বর্ণালী স্বপ্নের সাম্পান।

           ও সবুজ মেয়ে
প্রস্ফুটিত রঙিন ফুলেরই মতো আজ চাই
তুমিও ডাকো আমায় ভুলে অভিমান,
আমি প্রজাপতি হয়ে বসবো মন পাপড়িতে
ঘুচিয়ে দেবো সব দূরত্বের ব্যবধান ।


               ******