ওভার ব্রিজে বসে থাকা ভিখারিটা
অনেক আগেই ঘুমিয়ে গেছে তার মলিন  
চাদরের ডানায় মাথা গুঁজে।
রাতের শেষ ট্রেনটাও নীরবতাকে
লণ্ডভণ্ড করে হুইশেল বাজিয়ে ছেড়ে দিলো।
কিন্তু
কে জানত তিন চারটে মাস্তান কুকুর
ক্ষুধার্ত হয়েই বসে থাকবে আমারই অপেক্ষায়।
  
আমি স্টেশনে নামতেই  পিছু নিলো।
আমি তাদের তাড়াবার চেষ্টা করলাম !
কিছুতেই গেলো না ।
কুকুর গুলো ধারালো নখ দেখালো
দাঁত দেখালো
আর অবশেষে আমার উপর ঝাঁপিয়ে পড়লো;  
ছিনিয়ে নিয়ে গেলো আমার
অল্প রসদ ভরা সুতোর ঠোঙা ।


বুঝলাম! এ কুকুর গুলো কতটা ক্ষুধার্ত;  
আর এ স্টেশন কতটা নিরাপত্তাহীন।


               *******