জীবনের বুকে ধীরে ধীরে যখন
পাপড়ি বোজাতে মশগুল দিনের বৃদ্ধ ব্যস্ততারা;  
আমি তখন অভিসারের সুত্র মেনেই
যথা সময়ে আমার প্রিয় নদীটার কাছে যাই ।


কিন্তু আজ কাল সে রূপসী নদী কথা বলেনা!
আগেরই মতন কোনো রাগ অভিমান
অভিযোগের ঢেউও তুলে না!  


শুধুই শান্ত সরলতায় মুচকি হাসে।  
আর বয়ে যায় মন্দাক্রান্তা ছন্দে শরীর দুলিয়ে
আবেগী রোদ গায়ে মেখে...


জানিনা এ রূপসী নদী তার হাসিতে
কোন অজানা নতুন রহস্য লুকিয়ে রাখে।  


               ******