তোমার জন্য আজও চারিপাশের আঁধার পোড়াই
             আমি জ্বলন্ত প্রেমেরই প্রদীপে,
ও সবুজ মেয়ে আর কতো নীরবেতে থাকবে বসে    
               অভিমানেরই একলা দ্বীপে ।


তোমার জন্য আজও ঘুমহীন চোখে স্বপ্ন সাজাই
              রঙিন ভালোবাসারই সাত সুরে,
ও সবুজ মেয়ে আর কতো শপথেরই শিকড় ধরে  
                 এভাবে থাকবে সরে দূরে।    


তোমার জন্য আজও উষ্ণ প্রেমেরই কবিতা লিখি
                 চেতনারই সব রঙ ঢেলে,
ও সবুজ মেয়ে আর কতো এমন গাঢ় বিরক্তি নিয়ে
                সব কিছু দেবে ছুঁড়ে ফেলে।    


তোমার জন্য আজও সুখের এক সাম্রাজ্য গড়ি
               আড়াল করে এ বুকের ব্যথা,
ও সবুজ মেয়ে আর কতো দিন পর বলবে বলো
              আবার নিত্য সহজ সরল কথা ।
        


                      ******