বছরের প্রথম ঊষসী আলোর কাছে  
সবাই কিছু না কিছু আশার দাবি রাখে।  


আমিও নীরবতাকে সঙ্গী করে জেগে ছিলাম
রাত্রির নাভিমূল থেকেই ঊষসী আলোর  
ফুটে উঠার অপেক্ষা নিয়ে!  
কত কিছু চাইবো বলে
কত কিছুর আশার দাবি রাখবো বলে ...  


কিন্তু মেঘ কুয়াশার শরীর ফুঁড়ে সে আলো
যখন এলো; আমি আমার জন্য কিছুই চাই নি,  
শুধু তোরই জন্য
একটু খানি সুখ
একটু খানি শান্তি
আর একটু খানি সান্ত্বনার উষ্ণতা চেয়েছি মাত্র ।

আমার থেকে যত দূরেই তুই যাস না কেনো
তুই ভালো থাকলেই আমি ভালো আছি ।  


             ******