এক কর্মহীন উত্তরে যুবক হাওয়া
ছিলো সকলের কষ্টের কারণ!
প্রকৃতি সমাজ পরিবারের যেন সে বোঝা।
তবু
শত অবহেলা কটাক্ষের মাঝেও
একদিন এক রজনীগন্ধা ফুলের সাথে
তার হয়েছিলো প্রেম।  


ফুলটি শান্ত সুরে তাকে বলেছিলো-
'এভাবে অন্যের বোঝা না হয়ে
যাও দূরে ...... দূরে কোথাও নিজেকে
গড়ে তুলো নতুন অবয়বে ...আর
ফিরে এসো নতুন এক খুশির চমক হয়ে,
সবার জন্য; আমার জন্য ।'


কর্মহীন উত্তরে যুবক হাওয়া পাড়ি দিয়েছিলো
তার কথায় দূরে ... আর আজ নিজেকে
প্রতিষ্ঠিত করে সে ফিরে এসেছে দক্ষিণা হয়ে।
সবার মুখে খুশি ! সবার ঠোঁটে হাসি।
  
শুধু সে রজনীগন্ধা এত দিনে অন্যের ঘরে  
সাজানো ফুলদানিতে নিয়ে নিয়েছে আশ্রয়।
          
তাই আজ সবার খুশির ভেতর
         দক্ষিণ হাওয়া নীরবে কাঁদে।


              *********