যেদিন তোরই বুকে ঘোর রাত্রি ছিলো  
আমি ভরিয়ে দিলাম উজাড় করে প্রীতি,
সে প্রীতিতেই চারিপাশ আলোকিত হলো  
তুই বললি 'তুই আমার সুখের অরুন্ধতী।'


যেদিন তোরই মনে ধু ধু মরুভূমি ছিলো
আমি ছড়িয়ে দিলাম মেঘ হয়ে খুশির বৃষ্টি,
সে বৃষ্টিতেই চারিপাশ সবুজে সজীব হলো  
তুই বললি 'তুই আমার এ পথেরই দৃষ্টি।'  


যেদিন তোরই দু'চোখে কান্নার নদী ছিলো
আমি বাড়িয়ে দিলাম সান্ত্বনার সবুজ আঁচল,    
সে আঁচলেই কান্না মুছে তোর হাসি ফুটলো
তুই বললি 'এভাবেই পাশে থাকবি তো বল।'  


যেদিন তোরই অন্তর জুড়ে ব্যথা'রা ছিলো  
আমি পাঠিয়ে দিলাম সুখের দক্ষিণা বাতাস,    
সে বাতাসেই ব্যথার ধূলিকণা উড়ে গেলো
তুই বললি 'তুই আমার এ প্রাণের নিঃশ্বাস।'


আজ যখন আমার চারিপাশে গুমোট আঁধার
গিয়েছে মনের আকাশ থেকে সুখের সূর্য অস্ত,
সে অস্তেরই আভাস পেয়ে তুই এলি না কাছে
অজুহাত দিয়েই আগের মত বললি 'আমি ব্যস্ত।'


বুঝে গেছে মন; মুখোশের আড়ালে তুই কেমন,  
ভেতরে নেই ভালোবাসা বাইরেই মিঠে কথন।


              ********