পৌষ নামের মেয়েটি আজ বড়ই শীতল
উত্তরে হাওয়ায় উড়িয়ে দেয় কুয়াশারই শুভ্র আঁচল,
সে আঁচলেই রোদ্দুর এসে তার চোখের ঘুমকে মুছে
দিনেরই পথ চলা শুরু করে সহজ সরল।


পৌষ নামের মেয়েটি আজ বড়ই শীতল
নদীর উপর পা ফেলতেই; বরফ হলো যে তার জল,  
সে বরফের সাদা পাতায় রোদ্দুর এসে কবিতা লেখে
ডানা মেলে খুশিরই পরিয়ায়ী পাখি দল।  


পৌষ নামের মেয়েটি আজ বড়ই শীতল
শিশির কণায় ভিজিয়ে দেয় চারিপাশেরই সবুজ শাদ্বল,
সে সবুজে রোদ্দুর এসে আলতো করে যেই ছুঁয়ে যায়
মুক্তোর মতো প্রেমেরা হয়ে উঠে উজ্জ্বল।


পৌষ নামের মেয়েটি আজ বড়ই শীতল
সরলতায় ঢেকে রাখে তার শরীরের পাহাড় সমতল,
সে শরীরে রোদ্দুর এসে ভালোবাসার উষ্ণতা ছড়ায়
চোখে পরায় রঙিন সুখের স্বপ্ন কাজল।


                *******