আজও যখনই মন পড়ে প্রতিটি মুহূর্ত জুড়ে তোকে!
                   জানিনা কেনো  
সরু সুতোর মতো কান্নার নদী নেমে আসে চোখে।


আজও যখনই হৃদয়ের ক্যানভাসে'তে আঁকি তোকে!  
                   জানিনা কেনো
কাঁচ ভাঙা কষ্টের ঢেউ আছড়ে পড়ে পলকে পলকে।


আজও যখনই আমার কবিতার আঁচলে বাঁধি তোকে!
                  জানিনা কেনো
কষ্ট হিমালয়েরই ওজন এসে জাঁকিয়ে বসে এ বুকে।    


আজও যখনই নিজেকে বলি 'আজও ভালোবাসি তোকে!'
                   জানিনা কেনো
সম্পর্কের সূত্র মেনে চলা মন ভুল খোঁজে প্রেমের অংকে।  


আজও যখনই চেনা অভিসারে একা একা খুঁজি তোকে!
                  জানিনা কেনো
ব্যথারই আগ্নেয়গিরি সজাগ হয় মনের গোধূলি আলোকে।


ফিরবি না জানি তুই; যেখানেই থাক ভালো থাক সুখে!  
                  তবুও জানিনা কেনো
তোকে ভেবেই ছুটে যাই বারে বারে মৃগতৃষ্ণিকাকে দেখে।  


                       *****