মনের ভেতর আজ নীরবে মন পুড়ে যায়
তবুও মুখের উপর একটু স্মিত হাসি,  
বুকের ভেতর কত আশার লাশ জমা হয়
ও মেয়ে এখনো যে তোমাকেই ভালোবাসি।


চোখের জলে করছে যে আজ স্বপ্নরা স্নান
সারাক্ষণ ভাবি শুধুই তোমারই রঙিন স্মৃতি,  
একবার না হয় ঝড় হয়েই বলে যাও তুমি  
আমার জন্য ও বুকে নেই আর কোনো প্রীতি।


এ হাতের উপর তোমার হাত নাই বা দিলে  
একবার তো ছুঁয়ে ছিলে তুমি এই আঙুল,  
কুয়াশা ফুঁড়ে বেরিয়ে আসা রোদ্দুরের মতন  
না হয় বলো- প্রেমের কোথায় ছিলো ভুল।      


শিরায় শিরায় আজ কষ্টের কাঁটারা বিঁধে
তবুও হৃদয়ে আছড়ে পড়ে তোমারই অনুভব,  
কোন সুখ পেতে বুকে সুখের সবুজ পুড়িয়ে  
বসালে তুমি বেমানান যন্ত্রণাদেরই উৎসব।  


একটা আলোর পিছু আজ তুমিও ছুটছো জানি
তবুও তুমি তো ছিলে আমারই প্রাণের আলো,  
কোন অপরাধের সাজা দিতে ও মেয়ে আমায়  
আগেরই মতন একটুও আর বাসলে না ভালো।  


                    *******