তোমায় দেখে আজও মেঘ থেকে বৃষ্টিরা
ঝুরো ঝুরো শব্দ হয়ে ঝরে পড়ে প্রাণোচ্ছলতায়;
সূর্য থেকে রোদ্দুরে'রা  
ভাবেরই উষ্ণতা হয়ে ঝরে পড়ে খুশিরই মগ্নতায় ।
তোমায় ছুঁয়ে আজও চাঁদেরই জোছনারা
ধরা দেয় অনন্য রূপক-অলংকার উপমা ব্যঞ্জনায়,  
শান্ত হাওয়ারাও বয়ে যায়
আপন সুরে চারিপাশে নানান ছন্দ সুষমায়।
                আর
তুমি এদের নিয়েই একটা সুন্দর সবুজ কবিতা হয়ে
    ফুটে উঠো হে আমার জন্মভূমি........


                ******