চারিপাশ আজ শব্দহীন
বুকের সব সুখের সবুজ পড়েছে ঢাকা
কুয়াশারই আঁচলে।  
মন পাখি তাই মেলেনি ডানা    
বিষণ্ণতার নদী বইছে এখনো প্রাণে  
জোয়ারেরই আদলে।  


উত্তরে কিছু হিমেল হাওয়া
আজ বেপরোয়া হয়ে কাঁপিয়ে যায়  
এ অন্তর বাহির,
ভ্রমরের কাছে ফুলের মতন  
তবুও একটু ভালোবাসার স্পর্শতা পেতে
এ মন বড়ই অস্থির।


তাকিয়ে আছি অপেক্ষা নিয়ে
কুয়াশার আঁচল সরবে দূরে; আর
কতটা সময় পরে,
নতুন করে নতুন সুরে
কখন প্রিয় রোদ্দুর এসে ভাসিয়ে দেবে  
সুখেরই উষ্ণ আদরে।  


               *****