যখনি তুমি বেদনার আগুন লাগা তপ্ত শরীর নিয়ে
            আসতে আমারই কাছে,  
আমি বাড়িয়ে দিতাম শুধুই সবুজ সান্ত্বনারই জল!  
          আর অবশেষে তুমি
সব দুঃখ ভুলে হাসি মুখে বলতে আমায় পাগল।


যখনি তুমি দুটি চোখেতে কষ্টের নোনা কান্না নিয়ে
              আসতে আমারই কাছে,  
আমি বাড়িয়ে দিতাম শুধুই শান্ত সুখেরই আঁচল!  
              আর অবশেষে তুমি
সে সব কান্না মুছে ফেলে বলতে আমায় পাগল।


যখনি তুমি এক রাশ ধূসর মন খারাপি মেঘ নিয়ে
             আসতে আমারই কাছে,
আমি তা সরিয়ে করতাম তোমার মনকে উজ্জ্বল!  
             আর অবশেষে তুমি
সব বিষণ্ণতা ঝেড়ে ফেলে বলতে আমায় পাগল।


যখনি তুমি কোনো সমস্যার সঠিক সমাধান চেয়ে
             আসতে আমারই কাছে,
আমি বলে দিতাম শুধুই কোন পথটা হবে সরল!
             আর অবশেষে তুমি
আলতো করে মিঠে সুরে বলতে আমায় পাগল।


কিন্তু যখনি আমি আমার দুঃখ যন্ত্রণারই দিনতে
             এসেছি তোমারই কাছে,  
তুমি বললে এখানে তোমার নয়, অন্যেরই দখল!
             আর অবশেষে আজ
শুধু তুমি নয়; পথে ঘাটে আমায় সবাই বলে পাগল।


                  ******