পূর্ণতায় আজ পূর্ণ হলো রুপালী চাঁদেরই নরম বুক,
জানিনা কেনো তবুও তোমার হলো এমন মনেরই অসুখ।


জোছনায় আজ মেঘ রেঙেছে; হয়েছে কত উৎসুক,
জানিনা কেনো তবুও তুমি রাখলে এমন নীরব করে মুখ।


চাঁদে মেঘে আজ খেলছে লুকোচুরি; ছড়াচ্ছে কত সুখ,  
জানিনা কেনো তবুও তুমি একলা বসে পাচ্ছো কোন দুঃখ।


জোনাকিরা আজ জোছনা মেখেছে; হয়েছে যে ভাবুক,  
জানিনা কেনো তোমারই ঠোঁটে ফোটে না হাসিরই মুক্ত ঝিনুক।  


তারায় তারায় আজ ফুটেছে আলো; যেন প্রেমেরই কিংশুক,
জানিনা কেনো তবুও তোমার বুকে পড়ছে কোন কষ্টের চাবুক।


                       *********