কখনো কখনো হালকা হাওয়ারাও হয়ে যায় উন্মত্ত ঝড়,
ভাবিনি তাই বলে কাল যে ছিলো আলো করে প্রাণের ঘর
                         আজ সে করে দেবে ভুল বুঝে পর।


কখনো কখনো অল্প  জোয়ারও হয়ে যায় প্রচণ্ড প্লাবন,
ভাবিনি তাই বলে কাল যে বেঁধে ছিলো সম্পর্কেরই বাঁধন
                           আজ সে ভেজাবে ব্যথায় দু'নয়ন।


কখনো কখনো মৃদু আগুনও হয়ে যায় দামাল দাবানল,
ভাবিনি তাই বলে কাল যে ছিলো এ হৃদয় বিলে শতদল
                      আজ সে নেবে অন্যের বুকেতে দখল।


কখনো কখনো খণ্ড মেঘও গর্জন করে নাড়ে বিদ্যুৎ সিং,
ভাবিনি তাই বলে কাল যে  কাটাচ্ছিলো সহজ সরল দিন
                         আজ সে হবে খুবই দুর্বোধ্য কঠিন।


কখনো কখনো মৃদু কম্পনও নামিয়ে যায় অস্বাভাবিক ধস
ভাবিনি তাই বলে কাল যে করছিলো বুকেতে সুখে টসটস
                            আজ সে দেবে তপ্ত যন্ত্রণার পরশ।


          
                      ********