যে পথে শত শত মাইল ছড়িয়ে আছে যন্ত্রণারা
সে পথটাই হোক আজ আমার চলার পথ,
তবুও চিরদিন যেন প্রেমেরই বসন্ত জড়ানো
রঙিন পথে ছুটে যায় তোমারই জীবন রথ।  


যে আঁধারে ডুবে আছে বেদনায় বুকের আশারা
সে আঁধারই হোক আজ আমার ভবিষ্যৎ,
তবুও সারাক্ষণ যেন প্রকৃতিরই সকল খুশিরা  
ঘিরে থাকে তোমায়; হয়ে বসন্ত কিংবা শরৎ।


যে চোখের জলে শুধুই ধুয়ে যায় স্বপ্নের রঙ  
সে জলই হোক আজ আমার চির সঙ্গী,
তবুও প্রতিটি পলকে যেন ভালোবাসা দিয়ে
গড়ে ওঠে তোমারই দেখার দৃষ্টিভঙ্গি।


যে বালুভূমিতে শুধুই হতাশা হাহাকারের সুর
সে ভূমিই হোক আজ আমার বাসস্থান,
তবুও প্রতিটি মুহূর্তে যেন রাঙা সুখের বৃষ্টিরা
ভিজিয়ে যায় তোমারই মন প্রাণ।    


যে আকাশে শুধুই ছড়ানো কষ্টের কালো মেঘ
সে আকাশই হোক আজ আমার আপন,
তবুও কখনো যেন কোনো কষ্টরাই তোমায়  
ছুঁতে না পারে; করো সুখেতে দিন যাপন।  
  


                *******