এ বুকের ভেতর কত ধূসর অনুভবের ঝড়
এলোমেলো স্মৃতিরা করে শুধুই গুনগুন,
অনেকটা পথ ঘুরে রঙিন সময়ের হাত ধরে
মনটা ছিলো যে যাযাবর বেদুইন।  


কোলাহল আর কলরবে আনন্দ আর উৎসবে
কেটে ছিলো কত দিন কত না প্রহর,
আজ বিদায়ী ধ্বনি কান পেতে শুনি, শেষ হলো
তোমার আমার এক পথে হাঁটার সফর।


কতটা চিনতে পেরেছি জানিনা তোমায় আমি
তবে ভালো বেসেছি শুধুই নিজেরই মত,
কোন ভুলের আগুনে পুড়ালে আজকে যে তুমি
করলে অপমানে অভিযোগে ক্ষতবিক্ষত।  

তোমারই সম্মুখ পথ আজ হাতছানি দেয় ভবিষ্যৎ    
নতুন উদ্ভাবনায় নতুন এক আলোকে,
নিজের মতন করে হাত রেখে নতুন হাতের উপরে
না হয়! বেঁধে নিও তুমি তোমারই জীবনকে।  


                ******