** আমার ২৫০তম  কবিতার পাতায় আপনাকে স্বাগতম**
-------------------------------------------------------


পথেরই উপর পড়ে আছে বুকেতে গুলিবিদ্ধ নিরীহ লাশ!  
              এ আর এমন কি  
এখানে এ সবই ছোট খাটো ব্যাপার হয়ে থাকে বারোমাস।
ও সব ভাবি না আমারা;  ভাবছি আমাদেরই অ্যাকাউন্টে  
সোনার ডিম পাড়বে কখন দুর্নীতি তোলাবাজিরই রাজহাঁস।  


পথেরই ধারেতে ক্ষুধার্ত শীর্ণ শিশু গুলো করছে হাহাকার!  
                এ আর এমন কি
এমনই কত দেখা যায় অলি-গলিতে নিত্য হাজার হাজার।
ও সব ভাবি না আমারা;  ভাবছি কোন দিকেতে বিলানো
যায় প্রতিশ্রুতিরই ঘণ্টা বাজিয়ে মিথ্যা কথার মিষ্টি আচার।  


পথেরই উপর উঠছে ধর্ষণ কারীদের শাস্তির শ্লোগান!
              এ আর এমন কি
এমনই কত শ্লোগান কানের ভেতর রোজ হয় তো খানখান।
ও সব শুনি না আমারা; শুনছি বাম হাতে ধরা ডান হাতে  
গোনা  কালো টাকার শরীর বেয়ে ওঠা খসখসে সুরের গান।  


পথেরই বাঁকে ভুখা পেট গুলো চাইছে একটু খানি খাবার!  
               এ আর এমন কি
এমনই কত আস্তাকুড়ের প্রাচীন ঐতিহ্য চোখে পড়ে বারংবার।
ও সব দেখি না আমারা; আমরা দেখছি ঠাণ্ডা মাথায় কাঁচেরই      
ঠাণ্ডা ঘরে বসে  কীভাবে থাকা যায় ক্ষমতার গদিতে আবার ।  



                *******