তোমার কোনো জিজ্ঞাসা নেই
তাই আজ নীরব হয়ে আছি,  
এলোমেলো ভাবনারা সব
বুকে খেলছে কানামাছি ।


আমার কিছু বলার ছিলো
তোমার নেইকো শোনার মত মন,
শূন্যতায় তাই কাটছে সময়
হচ্ছে হাজার স্মৃতির জাগরণ।


আকাশে আজ বৃষ্টি ছিলো
সৃষ্টি ছিলো হাতেরই নীল কলমে,  
তুমি দিলে না অনুভবের উষ্ণতা
ভাসেনি তাই মন খুশিরই উদ্দামে।  


অপেক্ষিত চোখ রেখেছি যে খুলে  
জিজ্ঞাসারা তোমার ভাঙবে নীরবতা,
সব ভাবনাদের দূরেই ঠেলে  
আগের মতন হবে নানান কথা ।  


           *******