স্বপ্ন'রা যখন পথ হারায়
                   নীরব আঁধারের সুরে,  
নিরাশা'রা তখন ঝড় যে তুলে
                 এই সারা হৃদয় জুড়ে।


চোখেরই পাতায় ইচ্ছে গুলো
             খোঁজে একটু সান্ত্বনার হাত,  
বলে যে ওঠে আর কতই দূরে
                 সেই মুক্তিরই সুপ্রভাত।

বুকেরই ভেতর সুখের মাটি  
           কষ্টের জ্বালায় হয় যে চৌচির,  
ভরসারই পাখি উড়ে যায় দূরে
            শূন্য পড়ে থাকে মনের নীড়।


বিষণ্ণতারই বিষাক্ত বিষেতে  
              হয়ে ওঠে নিঃস্ব এই শরীর,  
প্রাণটা জেনো বেরিয়ে আসারই তরে
            ভাঙতে চায় বুকেরই প্রাচীর।

ছড়িয়ে পড়ে রক্তেরই স্রোতে
                     শুধুই ব্যর্থতার কণা,
জীবন মুখ বুজে সয়ে যে যায়
          এ কাঁচ ভাঙা ঢেউয়ের যন্ত্রণা।


                  *******