শূন্যতাকে ছুঁয়ে আজ কাটছে দিন
নিশ্চুপ নীরবতা কে ছুঁয়ে রাত,
গভীর রাতে শুধুই ঘুম ভেঙে যায়
পুরানো স্মৃতিদের সাথে সাক্ষাৎ ।


চোখের পাতায় জমে যে শিশির কণা
বুকেতে সতেজ হয় বিষণ্ণতা,
ভোরেরই আলো চারিপাশে ভরে
তবু ডানা ঝাপটায় না মুখরতা।  


চার দেওয়ালের জীর্ণ পাঁজরে'তে  
আজ বন্দি এই একলা মন,  
উত্তুরে হাওয়ায় ভেসে আসে কাছে
রঙহীন অনুভবের অনুরণন ।


হাতের উপর আজ হতাশারই হাতছানি
সান্ত্বনারই আকাশ বৃষ্টিহীন,
একলা সময়ের সাথে সময় যে কাটে
মুখরতার অপেক্ষায় থাকি প্রতিদিন।


                *****