আমি তোমারই বর্ণালী যৌবন কাঁচে আবেগী কামনার বাষ্প
ঢেলে কখনোই চাইনি জোর করে আমার নাম লেখাতে,
শুধু চেয়েছি একটু ভালোবাসার জলের অনুসন্ধানে তোমারই
মনের প্রস্তর ভূমি ভেদ করে শিকড়ের মতন ছড়িয়ে পড়তে।  


আমি তোমারই সৌন্দর্য সূর্যের কিরণ-মালায় দু'চোখ পুড়িয়ে  
কখনোই চাইনি পতঙ্গের মতন নিজেরই অস্তিত্ব ভুলে যেতে ,  
শুধু চেয়েছি একটু আবেশী উষ্ণতায় তোমার বুকের শাদ্বল জুড়ে  
শিশিরের মতো উজ্জ্বল এক প্রেমের কবিতা হয়ে জ্বলে থাকতে।    


আমি তোমারই শরীরের পাহাড় সমতল অরণ্য জুড়ে কখনোই    
চাইনি শ্বাপদের মতো মাংসের গন্ধে ঝাঁঝালো হয়ে উঠতে,  
শুধু চেয়েছি সম্মোহনের সাত সুরে তোমারই বিম্বৌষ্ঠের হাসির  
ঝর্ণা ধারায় ভিজে তোমার প্রাণে প্রেমেরই প্রজাপতি হতে।  


আমি তোমারই চোখে চোখ রেখে সম্ভ্রমের খোলস থেকে কখনোই
চাইনি শামুক শরীরে বেরিয়ে আসার ইশারা ইঙ্গিত ছুঁড়ে দিতে,
শুধু চেয়েছি একটু অনুরাগের রঙ তুলিতে তোমার হৃদয় ক্যানভাসে
আনকোরা অনুভবেরই হাত ধরে নতুন নতুন অবয়বে আঁকা হতে ।


    
                      *************