এতো বৃষ্টির পরও
হৃদয় মাটি যে শুষ্ক থাকতে পারে সে খেয়াল হয় নি।


বৃষ্টির ঘোর কাটলো সবে !


দিনের শেষে এখনো দেখি বুকের তপ্ত রুক্ষ পাথুরে পথে  
একই ভাবে হোঁচট খাচ্ছে ধূসর কষ্টের ভাবনায় ভরা মন,  
এগিয়ে চলছে ক্ষত-বিক্ষত শরীরে ধীর লয়ে ।
আর্তনাদ করছে
শুধুই বৃষ্টির,
শুধুই মুক্তির,
শুধুই স্বস্তির,
খুঁজছে ক্লান্তি ঢাকার একটু সান্ত্বনা
আর একটু নিরাপত্তার আশ্রয় ।  


এভাবে পথ হাঁটা যায় কি?

পথ যে অনেক দূর বিস্তৃত,
জানি তবুও চলতে হবে একাকী।  


বুঝলাম, এতো বৃষ্টি শুধুই বাইরেই
তা কখনো ভেতরের জন্য ছিলো না ।  

                  ****