কিছু কিছু অভিনয়ে চোখের নির্ণয়ে
হয়ে যায় কিছু মুখ চেনা,
কিছু কিছু ব্যবহারে মনের চারিধারে
হয়ে যায় কিছু এলোমেলো ঘোষণা।,


কিছু কিছু কথা কিছু প্রয়োজনীয়তা
রয়ে যায় চিরদিন মনের গভীরে,
কিছু কিছু ব্যথা কিছু নীরবতা
জমে থাকে ভাঙাচোরা বুকের পাঁজরে।


কিছু কিছু স্মৃতি হয়ে যায় অতিথি
সরে যায় মন আকাশ থেকে ,
কিছু কিছু ভুল কত আশাদের ফুল
ঝরিয়ে দেয় হৃদয় শাখা থেকে।  


কিছু কিছু সত্যি দৃঢ় করে দস্তি
সৃষ্টি করে কত রঙিন খুশির বাতাবরণ,
তবুও কিছু মিথ্যা ভেঙে দেয় একতা
হয়ে যায় সব দুঃখ কষ্টের কারণ ।


কিছু কিছু চাওয়া হয় না তো পাওয়া    
রয়ে যায় চাওয়া হয়েই মনে,    
তবুও কিছু কিছু প্রীতি হয়ে থাকে সাথী
কান্না ভেজা চোখের কোণে কোণে ।

               *****