.        এই ভাবে স্থিতি-জাড্যের  মতন নীরবতায়
                ডুবে থেকো না আর অভিমান
                    করে, ও সবুজ মেয়ে
                   এবার কিছু তো বলো!
               নিউটনের তৃতীয় গতি সূত্রের
          মতো আমার প্রতিটি  ক্রিয়ার বিপরীত
     প্রতিক্রিয়ায়  সাড়া দাও না হয়,  বুকের মাঝে
   আজ যে শুধুই অস্বস্তি বোধের অরাজকতা, মনের
সবুজ বনানী জুড়ে হাহাকার-এর সুর, হৃদয়ের উপরে
হাঁটছে ভাবনাদের মিছিল তোমার উদ্দেশে সবুজ মেয়ে।
বলছে - এবার সাড়া দাও, এবার কিছু বলো, হাতছানি
দাও রোদ্দুর হয়ে আশা ভরা চোখের দৃষ্টির বর্ণমালায়।
  তারার মতন উজ্জ্বল করো সকল অনুভব।  ইচ্ছে'রা
    আবার যে দক্ষিণ হাওয়ায় আগেরই মতন শরীর
        ঢালতে চায় । মাখতে চায় বসন্ত জড়ানো
              উষ্ণ প্রেমেরই  পেলব  আদর।  
********************************