এক মুঠো সান্ত্বনার বালি দিতে পারো আমায় !  
   আমি পিঁপড়েদেরই  মতন বয়ে বয়ে  
      এই হতাশা-ব্যথার জল-কাদার  
         উপর আবার ঠিকই চলার    
              পথটি করে নিতে  
                   পারবো।


এক মুঠো ভরসার খড় কূটো দিতে পারো আমায় !
    আমি ঝড়ে বাসা হারানো পাখিদেরই  
        মতন আবার ঠিকই নতুন করে    
           শত শত রঙিন আশাদের  
               বাসা বুনে নিতে
                  পারবো ।


এক মুঠো প্রেরণার জল দিতে পারো আমায় !
    আমি মনের ভেঙে যাওয়া কাণ্ডটার  
        উপর আবার  ঠিকই রাঙা
           স্বপ্নের নতুন কিশলয়
              ফুটিয়ে তুলতে  
                 পারবো ।


এক মুঠো আলোর  দৃষ্টি দিতে পারো আমায়!
   আমি জীবন আকাশের বুকে তারাদের
       মাঝে আবার ঠিকই সেই সুখের  
          নীল ধ্রুবতারা টিকে নির্ভুল  
              ভাবে চিনে নিতে
                   পারবো।  

এক মুঠো সহানুভূতির রোদ দিতে পারো আমায় !
    আমি তারি উষ্ণতা দিয়ে এ আঁধার ভরা
        জীবনে দৃঢ় অঙ্গীকারে মনেরই  
           পিলসুজে লক্ষ্যের প্রদীপ
                জ্বালিয়ে নিতে
                   পারবো।  


                 ********