.
         এবার চলে এসো সবুজ মেয়ে,
আজ আর কোন কষ্টের কবিতা শোনাবো না তোমায়।
শোনাব না পাতা ঝরা দিনের বেদনার রোদ্দুরে আমার  
এ বুকের দীঘিতে একটু একটু করে সুখেরই তরল
বাষ্পীভূত হয়ে শুষ্ক খরায় পরিণত হয়ে যাওয়ার কথা।
আজ শুধুই শোনাবো- তোমায় সেই প্রথম দেখার সান্দ্র
মুহূর্ত গুলোতে ঝরে পড়া ঝুরো ঝুরো জোছনা মাখা
রঙিন অনুভূতিদের কথা, শুকনো হৃদয় ভূমি জুড়ে  
তোমারই স্পর্শতায় খুশির বৃষ্টি হাত ধরাধরি করে নেমে
আসার কথা। আর বলবো -স্বপ্ন সিক্ত তন্দ্রায় তোমার
স্বচ্ছন্দ বিচরণ, তোমার হাসির ফনিকে গ্রেফতার হওয়া
সম্মোহিত এ মনের অস্থির ব্যাকুলতার কথা ।


      এবার চলে এসো সবুজ মেয়ে,
ভুবন চিলের স্থির ডানায় আরও একটা নবারুণ
প্রত্যুষের অঙ্গীকার বদ্ধ স্বাক্ষর রেখে বিকেলের গায়  
ঝরে পড়ছে অলস রোদ। এলো হাওয়ায় মাথা দুলিয়ে
মদির হচ্ছে 'সোনালী ফসল' শিশির প্রেমের তরে ।
তুমি এ হাতের উপর হাত জড়িয়ে ধরো, হেঁটে যাবো
শান্ত নির্জন এক বঙ্কিম মেঠো পথ ধরে কিছুক্ষণ ।
দিন-রাত্রির মোহনায় ছড়িয়ে দেবো আমাদের অভিসারী
মিলন পূর্ণতার আরও এক ভালো লাগার সুখের রেণু।
আকাশ জ্বলা তারাদের মতো আবারও আমাদের
পাক লাগানো নিবিড় সম্পর্কের তার দিয়ে উষ্ণ
স্পর্শতার বিদ্যুতে জ্বালবো প্রাণে প্রেমের ফিলামেন্ট।  
যার আলো ছড়িয়ে দেবে চেতনার ভাঁজে ভাঁজে খুশি ,
ঘুচিয়ে দেবে আমাদের কপিশ মেঘবর্ণ মন খারাপি।


                 *****