.       তোমাদের কথা মানেই তো  
নেই নেই নেই! বেকার যুবকের কাজ নেই,  
হাসপাতালে সঠিক চিকিৎসা নেই, টিউয়েলে
জল নেই, কৃষকেরই ফসলের সঠিক মূল্য নেই,
দিন দুপুরে ডাকাতি খুন-ধর্ষণ প্রশাসনিক ব্যবস্থা নেই.....


      তোমাদের কথা মানেই তো
চাই চাই চাই ! উন্নয়ন চাই, শিক্ষা চাই ,স্বাস্থ্য
চাই, বিদ্যুৎ চাই, ভুখা পেটের অন্ন চাই, ভূমিহীনদের
বাসস্থান চাই, সব জিনিস পত্রে দামের দাবানল লেগেছে
আয়ত্তে আনা চাই, পাঁজর বেরানো রাস্তার ক্ষত সারানো চাই ...


       তোমাদের কথা মানেই তো
দাও দাও দাও! জবাব চাই জবাব দাও! বিধবা
প্রতিবন্ধীদের সঠিক সময় ভাতা দাও, কল-কারখানা
বন্ধ বৈঠক করে খুলে দাও, পেট্রোল ডিজেলেরই দাম
কমিয়ে দাও, স্বতঃস্ফূর্ত বাঁচার শান্তি এবার ফিরিয়ে দাও ....


      তবে আমাদের কথা মানেই তো
দেখছি দেখছি দেখছি ! ঠাণ্ডা ঘরে নরম গদিতে
বসে দেখছি, এই তো কালো চশমার ভেতর দিয়ে দেখছি,
তোমাদের কীভাবে আবার বোকা বানানো যায় তাই নিজেরা
পরামর্শ করে দেখছি, আর ভাবছি এবারে ভোটে জিততে গিয়ে
অনেক টাকা বেরিয়ে গেলো...কোন খাতে হাত সাফাই করা যায় ?                


                              ****