দেখতে দেখতে হলো আজি
একটা বছর পার,
বল না তোর ঐ মনে'তে কোন  
অভিমানের ভার ।


কোন ভুল ছিলো আমার মাঝে
বলে দে তুই আজি?
দ্বিধা-বোধের সংশয় হতে
আমি মুক্তি খুঁজি।

এক বন্দরে ছিলো বাঁধা
আমাদেরই তরী,  
কোন মুহূর্তের জন্য এমন
হলো ছাড়াছাড়ি।


কথা ছিলো থাকবি পাশে
গ্রীষ্মে কিংবা শীতে,  
তবুও সুখ'কে হারিয়ে আজ    
শূন্যতা গেলো জিতে ।  


সারাক্ষণ তো ছিলাম শুধুই
মিলেমিশে এক সাথে,  
আজকে কেনো রঙ চটা দিন
আনলি জীবন পথে ।


অপেক্ষাতে থাকে এ মন
তোর যে একটা ফোনের,  
ভালো লাগার পূর্ণিমাতে  
সরবে ব্যথা মনের কোণের।  


অভিমানের সকল বরফ
মুছে ফেল না এবার,
খুশির পথে পথ'টি হাঁটি
আগের মতই আবার ।  



     ******