ও রাঙা মেঘ আজকে যাচ্ছো তুমি  
ভেসে ভেসে কোন আকাশে,
তোমাকে তো বেসে ছিলো ভালো
একটা পাখি খোলা ছাদে বসে ।


তোমারই যে মন খারাপি কান্নার জলে
সে পাখিটাও কেঁদে ছিলো নীরবে,
তোমারই যে মিঠে হাসির রামধনুতে
হেসে ছিলো সেও তো খুশির উৎসবে।


তোমারই চাঁদ তারার গল্প সে তো
শুনতো শুধুই চুপটি করে বসে,
তারও তো প্রিয় গাছ গাছালির কথা
তোমায় বলতো তোমার বলার শেষে।


ও রাঙা মেঘ আজকে তারই দুটি চোখের
সীমা থেকে কোথায় হচ্ছো আড়াল,  
একলা ছাদে কি করে হায়! কাটবে বলো
সে পাখিটার আগামী দিন সকাল বিকাল।  


        *********